মোচনী ক্যাম্পে স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের ধাওয়া-পাল্টা ধাওয়া

উপজেলা কক্সবাজার

মোচনী ক্যাম্পে স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের ধাওয়া-পাল্টা ধাওয়া
২০ আগস্ট মঙ্গলবার রাতে ২ জন স্থানীয় বাসিন্দাকে অপহরণের প্রতিবাদে নয়াপাড়া ক্যাম্পের সামনে সড়ক অবরূধ করেছে স্থানীয় জনতা। অপহনকারীদের শাস্তির দাবিতে আজ বুধবার সকালে স্থানীয় জনতা টেকনাফ মহাসড়কের নয়াপাড়া অংশে অবরূধ করে। এক পর্যায়ে তারা ক্যাম্পে ডোকার চেষ্টা করে। অন্যদিকে ক্যাম্পের রোহিঙ্গারা দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পের প্রবেশমুখে অবস্থান নিলে পরিস্থিতির অবনতি ঘটে। এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নাই। এপিবিএন, পুলিশ এবং আর্মি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য গত রাতে দুই জন স্থানীয় বাসিন্দা অপহণের শিকার হন এবং সকালে মুক্তিপণ দিয়ে তারা ফেরত আসে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে টেকনাফে অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও বন্ধ হচ্ছে না এইসব ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *