মগনামা- কুতুবদিয়া ঘাট পারাপার-ভাড়া কমলেও বেড়েছে হয়রানি- নিশ্চিত হয়নি নিরাপত্তা, নিচ্ছে বাড়তি যাত্রী।

উপজেলা কক্সবাজার

 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভাড়া কমিয়ে অন্যান্য দাবি মানার কথা বলা হলেও বাস্তবে ঘটছে উল্টো। ঘাট পারাপারের পুননির্ধারিত ভাড়া নিলেও কমেনি ইজারাদার কর্তৃক হয়রানি। যাত্রীদের অভিযোগ ছাত্রদের আন্দোলনের কারণে ভাড়া কমাতে বাধ্য হওয়ায় ইজারাদাররা যাত্রীদের সাথে খারাপ আচরণ করছে। অন্যদিকে গাম বোটে ৪০ জনের বেশি যাত্রী না নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। কোন কোন বোটে ৭০/৮০ জন পর্যন্ত যাত্রী নেওয়া হচ্ছে। লাইফ জ্যাকেট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। আবার প্রতি ৩০ মিনিট অন্তর বোট ছাড়ার কথা থাকেলও সেটাও মানা হচ্ছে না এবং স্পিডবোট পাওয়া যাচ্ছে না। ১:৩০ তার বোটে মগনামা থেকে আসা বড়ঘোপের বাসিন্দা রবিউল বলেন “ ভাড়া কমানোর রাগ সাধারণ যাত্রীদের উপর মেটাচ্ছে ঘাটের লোকজন। আগের থেকে বেশি যাত্রী উটাচ্ছে, আমি যে বোটে আসছি সেখানে ৭০/৮০ জন যাত্রী ছিলো”। এভাবে প্রায় সব যাত্রীই অভিযোগ করছে জেলা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে ঘাটের ইজারাদার আন্তরিক নয়। তাই সাধারণ যাত্রীদের দাবি প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির জন্য প্রতিনিধি ঘাটে থাকতে হবে।

এই বিষয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে তারা জানান, “আমরা সকাল থেকেই আগের মত বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছি যার প্রেক্ষিতে আমাদের একটি টিম জেলা প্রশাসনের সাথে দেখা করে তাদের অবগত করেছি এবং পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়নের দাবি জানিয়েছি। আমাদের আশ্বস্থ করা হয়েছে তারা থাকবে”

এই সময় ছাত্র প্রতিনিধিরা কুতুবদিয়াবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানান। এদিকে কোস্ট গার্ড  ও নৌবাহিনী সূত্র নিশ্চিত করেছে আগামীকাল কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে ঘাট মনিটর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *