বৈষম্যবিরুধী আন্দোলনে হামলার অভিযোগে কুতুবদিয়া আওয়ামী লীগ সভাপতিসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

অপরাধ উপজেলা কক্সবাজার

বৈষম্যবিরুধী আন্দোলনে হামলার অভিযোগে কুতুবদিয়া আওয়ামী লীগ সভাপতিসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কুতুবদিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন বড়ঘোপ, কুতুবদিয়ার মো. ইদ্রিসের ছেলে রিদুয়ানুল হক। মামলার এজেহার সূত্রে জানা গেছে, ৪ আগষ্ট কুতুবদিয়ার ছাত্র জনতা বৈষম্যবিরুধী আন্দোলনে রাস্তায় নামলে কুতুবদিয়া আওয়ামী লীগ সভাপতি আওরাঙ্গজেব মাতবর ও সাধারন সম্পাদক মো তাহের এর নেতৃত্বে এজহারে উল্লেখিত ব্যক্তিগণ সঙ্গবদ্ধভাবে হামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হল;

আনুল কালাম, মিজানুর রহমান টিটু,রাশেত রনি, আয়াতুল ইসলাম,শহীদ হোছাইন সজীব,কাওসার সিকদার,আব্দুল মান্নান, ডালিম,মো. শরীফ, মো. ইমন, আব্দুল মন্নান,মোজাহিদুল ইসলাম সেলিম,নুরূল বশর, বালু শামসু,নজরুল ইসলাম,খোরশেদ আলম, তারেক আজিজ,বাদশা মিয়া,ফোরকান,নিহাল উদ্দিন,মো জয়নাল, আরিফ বিন বিনাস, সনজু রাকিব,ফারুক আজিজ জিসান,মোজাহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *