খাগড়াছড়িতে আইনশৃংখ্লার চরম অবনতির মধ্যে বান্দরবানের দুর্গম এলাকায় বিশেষ সন্ত্রাসবিরোধী বিজিবি’র অভিযান চারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বান্দরবান সীমান্তের একটি পাহাড়ি, দুর্গম এলাকায় এই অভিযান চারায় বিজিবি। অভিযানে বিদ্রোহীদের একটি আস্তানা ভেঙে ফেলে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ড্রোন এবং উন্নত প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানিছড়া এলাকার জঙ্গলের গভীরে একদল পাহাড়ি জঙ্গি আস্তানা গড়ে তুলেছে। এই তথ্যের ভিত্তিতে, লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্তের প্রায় 5.5 কিলোমিটার দক্ষিণ-পূর্বে হয়েছিল। অভিযানকালে বিজিবি জঙ্গিদের আস্তানায় বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি স্বয়ংক্রিয় কারবাইন অ্যাসল্ট রাইফেল, একটি আধা-স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল, তিনটি সাবমেশিন গান, ২১ রাউন্ড লাইভ গোলাবারুদ, একটি উন্নত ড্রোন, একটি উন্নত সিগন্যাল জ্যামার, একটি অডিও বা ভিডিও রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা, একটি প্রযুক্তি-ভিত্তিক বোতাম। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা, একটি গোপন ভিডিও রেকর্ডার ডিভাইস, একটি বাইনোকুলার, দুটি ওয়াকি-টকি, একটি ল্যাপটপ, দুটি শক্তিশালী লাইট, একটি সোলার সিস্টেম, একটি স্যাটেলাইট টিভি রিসিভার, একটি ছাতা, দুটি অ্যান্ড্রয়েড ফোন, দুটি ফিচার ফোন, বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র। , বাংলাদেশী মদ, একটি হেলমেট, এবং রান্নার উপকরণ।
এছাড়া,আস্তানাটিতে পর্যবেক্ষণ পোস্ট, পরিখা, একটি অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার এবং একটি রান্নাঘর পাওয়া গেছে, যার সব সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।