রামুতে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক করেছে র্যাব-১৫ । র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তথ্যসূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার রামু থানাধীন বিকেএসপি’র সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট/অভিযান পরিচালনা করার সময় তল্লাসিকালে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক মাদক কারবারী গ্রেফতার হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ জানিয়েছেন, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রি বেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য(গাজাঁ) সহ স্টার লাইন পরিবহনের বাসযোগে (যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ব-১৩-২৬৬৯) চট্টগ্রাম হতে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সদর ব্যাটলিয়নের একটি চৌকস আভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান ১৪.২০ ঘটিকার সময় কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চট্টগ্রাম-কক্সবাজার গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে চেকপোষ্ট তল্লাশী চলাকালীন স্টার লাইন পরিবহনের বর্ণিত যাত্রিবাহী বাসটি দেখে থামানোর সিগনাল দিয়ে গাড়িটি তল্লাশি করে। তল্লাশিকালে গাড়ির ভিতরে থাকা একজন ব্যক্তিকে দেখে সন্দেহজনক মনে হলে র্যাব তাকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের বস্তা হতে সর্বমোট ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয়-মোঃ স্বপন (৩৪), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, মাতা-রোকেয়া বেগম, সাং-সিংরাইশ, বড়বাড়ি, ১নং ওয়ার্ড, মুন্সিরহাট ইউনিয়ন, থানা-চৌদ্দ গ্রাম, জেলা-কুমিল্লা বলে জানা যায়। অভিযান পরিচালনাকালে আটককৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে এবং চট্টগ্রাম শহর হতে গাজাঁ বিভিন্ন সময়ে নিয়ে এসে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাইকারি দরে সরবরাহ করে থাকে। উপরোল্লিখিত গাঁজাসহ বর্ণিত স্থানে র্যাবের আভিযানিক দলের কাছে মাদক কারবারী ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে ।