উখিয়ায় পৃথক স্থানে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: রহস্যজনক পরিস্থিতি

অপরাধ

কক্সবাজারের উখিয়ায় পুলিশের উদ্ধারকৃত দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ। তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একটি এনজিওতে কাজ করছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজাপালং এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৃথকভাবে দুই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন পটুয়াখালী বাউফল উপজেলার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব (২৭)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, দুইজনের গলায় ফাঁস ছিল এবং তারা একই এনজিওর সহকর্মী ছিলেন।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মরদেহগুলি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *