চকরিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ দুই কারবারী আটক

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার

 

সাইমন মারমা ও আমিন উল্লাহ | ছবি : সংগৃহীত

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি ও ছয় রাউন্ড ১২ বোরের সীসা কার্তুজসহ দুই অস্ত্র কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

আটককৃতরা হলেন – নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি হেডম্যান পাড়ার বাসিন্দা চছিং মারমার ছেলে সাইমন মারমা (২৯) এবং রামু উপজেলার জুয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়ার বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে আমিন উল্লাহ (২৭)।

র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০ এপ্রিল) চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উক্ত অস্ত্র ও কার্তুজসহ সাইমন মারমা ও আমিন উল্লাহকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *