টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারে শিশু যৌন নিপীড়নের অভিযোগে এজাহার মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীর দোকানে তালা দিয়েছে বাজার কমিটি। একইসঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
নয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহার মিয়া গত ১০/১১ বছর ধরে নয়াপাড়া বাজারে একটি মুদির দোকান পরিচালনা করে আসছিলেন। তার বাড়ি সাবরাং ডেইল পাড়া এলাকায়।
স্কুল ও মাদ্রাসাগামী শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে বাজার কমিটি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। কমিটির নেতৃবৃন্দ আলোচনা করে অভিযুক্ত ব্যবসায়ীর দোকানে তালা লাগিয়ে দেয় এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, এজাহার মিয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নয়াপাড়া বাজার কমিটির এই পদক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। কমিটির সদস্যরা জানান, তারা বাজারের শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।