চকরিয়ার বদরখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট পুড়ে গেল ৮ বসতবাড়ি

অর্থনীতি উপজেলা কক্সবাজার
ছবি : সংগৃহীত

চকরিয়ার বদরখালিতে অগ্নিকাণ্ডে ১ টি কলনির ৮ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট বাজার পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আবু জাফর জানান, দুপুরে বদরখালী বাজার সংলগ্ন ফেরিঘাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে যায় একটি কলোনির ৮টি বসতি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে।

অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত কলোনির মালিক কুতুবউদ্দিন জানায়, পুড়ে যাওয়া কলোনিটি তিনি দীর্ঘ দিন ধরে ভাড়া দিয়ে আসছিল। আজ দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সুত্রপাত ঘটে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *