কক্সবাজারের কুতুবদিয়ায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দ্বীপবর্তিকার বৃত্তি পরীক্ষা-২০২৪ ও ট্যালেন্ট নার্সিং প্রোগ্রামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠান।
বুধবার (২ এপ্রিল) সকাল ৯ টায় কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এর সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর নাজিম-উদ-দৌলা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগের চেয়ারম্যান ও দ্বীপবর্তিকার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হান্নান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা প্রকৌশলী ড. নুর্শেদুল মামুন, চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এরশাদ উল্লাহ সহ প্রমুখ।
এ সময় বক্তরা কুতুবদিয়ার শিক্ষা, পরিবেশ ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ করে কুতুবদিয়ার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন ও পরিবেশগত চ্যালেঞ্জের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অধ্যাপক ড. কামাল হোসাইন দ্বীপবর্তিকার কার্যক্রমের প্রশংসা করেন এবং কুতুবদিয়ার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।