কক্সবাজার জেলায় এসএসসি পরীক্ষার্থী ২৯ হাজার ৭৯ জন

উপজেলা কক্সবাজার ক্যাম্পাস গণমাধ্যম বিশেষ প্রতিবেদন শিক্ষা ও সংস্কৃতি
ফাইল ছবি

সারাদেশের সাথে কক্সবাজার জেলায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

কক্সবাজার জেলায় মোট ৫৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

আরো দেখুন: আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২৫

জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার তথ্যমতে, কক্সবাজার জেলায় মোট ৩১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। যেখানে শিক্ষার্থী সংখ্যা ২০ হাজার ২৩৪ জন। ১৪ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৮১ জন এবং ভোকেশনালের ৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১ হাজার ৫৬৪ শিক্ষার্থী।

জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক তথ্য: জেলার ৯ উপজেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় চকরিয়া উপজেলায় পরীক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এসএসসি, দাখিল ও ভোকেশনালে ৮ কেন্দ্রে ৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে।

এরপর কক্সবাজার সদর উপজেলার অবস্থান। যেখানে ৭ কেন্দ্রে ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। মহেশখালী উপজেলায় ৭ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫৩৬ জন। উখিয়ায় উপজেলায় ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ১৫৭। আর রামুতে ৭ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী।

সীমান্ত উপজেলা টেকনাফে কেন্দ্র ৭ হলেও পরীক্ষার্থী ২ হাজার ৫২৩ জন। আর দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৫ টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ১ হাজার ৬৯৩ এবং পেকুয়ায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী এবং ঈদগাঁও উপজেলায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৮৬৪ এসএসসি, দাখিল ও ভোকেশনালে অংশ নেবেন।

প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

আরো দেখুন: কোন দিন কোন পরীক্ষা হবে

অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। সব কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশেপাশে জারি থাকবে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, সারা দেশের মত কক্সবাজার জেলায়ও এসএসসি পরীক্ষার্থীরা সুষ্ঠু ভাবে অংশ নিতে পারবে। নিরপেক্ষ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান।

আরো দেখুন: পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক ১৪ নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *