কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

আন্তর্জাতিক ক্রিড়া ও সংস্কৃতি ফুটবল বিনোদন
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এল ক্লাসিকোতে চিরশত্রু রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে পরাজিত করে কোপা দেল রে’র শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাভি হার্নান্দেজের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ফ্রি-কিক গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। তবে বার্সার সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর মাত্র ৭ মিনিট পর চুয়ামেনি গোল করে রিয়ালকে ২-১ গোলের লিড এনে দেন। যখন মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ শিরোপা জয়ের পথে, ঠিক তখনই ম্যাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে ফেরান তোরেস গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান (২-২)।

নির্ধারিত সময়ে খেলার ফলাফল অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ১১৬ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের একটি ভুল পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন বার্সেলোনার জুলেস কুন্দে। তার সেই শট রিয়ালের জালে জড়ায় এবং বার্সেলোনা ৩-২ গোলের লিড পায়। এই গোলটিই শেষ পর্যন্ত বার্সেলোনার শিরোপা নিশ্চিত করে।

এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে একটি বিতর্কিত ঘটনা ঘটে। কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলেও রেফারি ফ্রি-কিক না দেওয়ায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচিং স্টাফরা উত্তেজিত হয়ে পড়েন। ডিফেন্ডার রুডিগার ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে তেড়ে গেলে সতীর্থরা তাকে শান্ত করেন। এ সময় রিয়ালের বেঞ্চ থেকে রেফারি বেনগোচেয়ার দিকে কিছু ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। এরপর রেফারি রুডিগারকে লাল কার্ড দেখান। এর কিছুক্ষণ পরেই লুকাস ভাসকেজকেও লাল কার্ড দেখান রেফারি।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয় কোপা দেল রে’র ফাইনাল। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা এবং শিরোপা উল্লাসে মাতে কাতালানরা।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালের দাপট, রিয়াল মাদ্রিদের বিদায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *