মহেশখালীতে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করবে আবাম ফাউন্ডেশন। আগামী ২৭.০৯.২০২৪ ইং শুক্রবার ঝাপুয়ার,কালারমারছড়া “আল ঈমান মহিলা মাদ্রাসা” প্রাঙ্গনে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে ২০ জনের অধিক স্বনামধন্য ডাক্তারগণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করবেন। এছাড়া ১০০০ মহিলার নাখ ও কান ছেদন করা হবে যাদের বিনামূল্যে নাক ফুল এবং কানের দুল প্রদান করা হবে। উক্ত আয়োজনে অর্থায়ন করছে “ Electova Foundation”। প্রোগ্রামটি সার্বিকভাবে তত্বাবদান করছেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন।
বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আগ্রহীদেরকে ইউনিয়নভিত্তিক নির্দিষ্ট বুথ থেকে টোকেন সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন।