কুতুবদিয়ায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে গুরুতর আহত ৭ বছরের শিশু – জনমনে উদ্বেগ

উপজেলা কক্সবাজার জীবনযাপন পরিবেশ ভ্রমণ স্বাস্থ্য
আহত আব্দুল আজিজ | ছবি : ডিএনএন

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হয়েছে সাত বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের করলা পাড়া গ্রামের আবদুল করিমের পুত্র আবদুল আজিজ (৭) তার নানার বাড়ি কাজির পাড়া বেড়িবাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকার সময় একদল হিংস্র কুকুরের কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আজিজ যখন বিস্কুট খাচ্ছিল, তখনই একদল বেওয়ারিশ কুকুর অতর্কিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরগুলো তাকে টেনেহিঁচড়ে সৈকতের দিকে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে কামড়ে গুরুতর জখম করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা আবু তালেবের ছেলে সলিমুল্লাহ ও তার মা সালমা বেগম দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

আহত আজিজকে তাৎক্ষণিকভাবে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে পরিবারটি তাকে সেখানে নিয়ে যেতে পারেনি। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহেদের সহায়তায় প্রয়োজনীয় টিকা ও ওষুধ সংগ্রহ করে শিশুটির চিকিৎসা আপাতত বাড়িতেই চলছে।


এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয় সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা নুরুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এভাবে শিশুদের জীবন বিপন্ন হতে থাকবে। বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”

আরেক স্থানীয় নারী রওশন আরা বলেন, “আমরা প্রতিদিন ভয়ে থাকি। আমাদের সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় লাগে। প্রশাসনের উচিত অবিলম্বে কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।”

স্থানীয় জনপ্রতিনিধিরা কুকুর নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। কুতুবদিয়ার মানুষজন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যাতে দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করা হয় এবং আহত শিশুর চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *