গত ২৭ শে ফেব্রুয়ারি কক্সবাজারের কুতুবদিয়া থানার প্রায় ১৭ জন নিরীহ জেলেকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে পতেঙ্গা থানায় দায়েরকৃত মামলায় আজ (১৮ মার্চ) ৮ জনকে জামিন দিয়েছে মাননীয় ১ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম আদালত। উক্ত মামলায় এ পর্যন্ত ১৭ জনের মধ্যে ১৪ জন জামিন হয়েছে। বাকি ৩ জনও দ্রুত সময়ের মধ্যে জামিন হয়ে যাবে এমনটি নিশ্চিত করেছেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শৈবাল দাস ও অ্যাডভোকেট জাহিদ হৃদয়।
এর আগে গত ২রা মার্চ উক্ত মামলার ৬ জন শিশুকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-৭ থেকে জামিন দেওয়া হয় এবং বাকি ১১ জনের জামিন শুনানীতে চট্টগ্রামের ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান জিনিয়ার বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করেন৷
৯ মার্চ উক্ত মামলায় আটককৃত বোটখানাও মালিকের জিম্মায় বুঝিয়ে দিতে বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ আজ (১৮ মার্চ) শুনানীতে বিজ্ঞ আদালত বাকি ১১ জনের মধ্যে ৮ জনকে জামিন এবং ৩ জনের জামিন না-মঞ্জুর করেন। এ পর্যন্ত উক্ত মামলায় ১৭ জনের মধ্যে ১৪ জনের জামিন হয়েছে। জামিন না-মঞ্জুর হওয়া ৩ জনের বাড়ি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা বলে দৃষ্টি নিউজ নেটওয়ার্ককে নিশ্চিত করেন অ্যাডভোকেট জাহিদ হৃদয়।