রুমায় কেএনএফ’র গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান : বন্দুক যুদ্ধে ৩ জন নিহত, অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার

অপরাধ আইন ও আদালত গণমাধ্যম জাতীয় পরিবেশ

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কুত্তাঝিরি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ ২৪ নভেম্বর (রবিবার) বিশেষ অভিযান পরিচালনার সময় কেএনএ’র একটি গোপন আস্তানার সন্ধান পেয়ে তল্লাশি অভিযান শুরু করলে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এতে করে কেএনএফ’র সশস্ত্র সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ৩ জন কেএনএফ সন্ত্রাসী ঘটনাস্থলে নিহত হয় এবং কয়েক জন সন্ত্রাসী গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি চাইনিজ রাইফেল, ২টি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ইউনিফর্ম, বেতারযন্ত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ও ঔষধসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে।

পালিয়ে যাওয়া কেএনএফ সন্ত্রাসীদের সন্ধানে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *