কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার প্রেসক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, একজন সজ্জন, শিক্ষা এবং প্রজ্ঞাময় ব্যক্তিত্ব, সকলের সুপরিচিত আনোয়ারুল আজিম (জোসেফ) আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর এই প্রাক্তন প্রকল্প পরিচালকের মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজা আজ বাদ আসর কক্সবাজারের মাঝেরঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৪৭ সালের ১১ জুন কক্সবাজারে জন্মগ্রহণ করা আনোয়ারুল আজিম ১৯৬২ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (তৎকালীন কক্সবাজার মডেল হাই স্কুল) থেকে এসএসসি এবং ১৯৬৪ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৭১ সালে তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।
দীর্ঘ কর্মজীবনে আনোয়ারুল আজিম শুধু কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠাতেই অগ্রণী ভূমিকা পালন করেননি, বরং স্থানীয় ও জাতীয় পর্যায়ের বহু গণমাধ্যমেও তিনি কর্মরত ছিলেন। এছাড়াও, তিনি আশা, অক্সফাম, অক্সফোর্ড গ্রেট ব্রিটেনের মতো বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন কক্সবাজারের প্রখ্যাত চিকিৎসক মরহুম ডা. আজিমের সুযোগ্য পুত্র।
কক্সবাজার প্রেসক্লাব এই বরেণ্য ব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুম আনোয়ারুল আজিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।