বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বেসরকারি বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি এবং শেষমেশ তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
রুহুল আমিন গাজী দেশের সাংবাদিকতার একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।