কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকারের গড়িমসির প্রতিবাদে ছাত্র শিবিরের বিবৃতি

উপজেলা কক্সবাজার পরিবেশ বিশেষ প্রতিবেদন মতামত রাজনীতি
ফাইল ছবি

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুতুবদিয়া উপজেলা শাখা।

আজ বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুহাম্মদ বিন ইব্রাহিম এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, উপকূলীয় ভাঙন ও ঘূর্ণিঝড়ের কারণে কুতুবদিয়ার জনগণ দীর্ঘদিন ধরে চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে। বারবার স্থানীয়দের পক্ষ থেকে দাবি জানানো এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও, আজও পর্যন্ত এখানে একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এর ফলস্বরূপ, প্রতি বছর ঘূর্ণিঝড় ও জোয়ারের পানিতে অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে নিঃস্ব হচ্ছে এবং মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

উপজেলা ছাত্র শিবির এই পরিস্থিতিকে সরকারের চরম অবহেলা ও উপকূলবাসীর প্রতি অমানবিক আচরণ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে অবিলম্বে কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সভাপতি মুহাম্মদ বিন ইব্রাহিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে কুতুবদিয়ার ছাত্র শিবির সাধারণ জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *