কুতুবদিয়ায় ঘাট পারাপারের যৌক্তিক সংস্কারের দাবিতে মানববন্ধন আজ

মতামত

 

কুতুবদিয়া ঘাটে নৌ পারাপারে দীর্ঘদিনের নানা হয়রানির প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন কুতুবদিয়া উপজেলা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এটা জানিয়েছেন। এর অংশ হিসেবে আজ ২৭ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করবে ছাত্রজনতা। আজ সকাল ৯:৩০ টায় এই কর্মসূচী পালন হবে। কুতুবদিয়ার সকলস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান জানিয়েছে ছাত্রজনতা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকে প্রাথমিকভাবে মানববন্দন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমাধানের দাবি জানানো হবে। সমাধান না হলে বৃহত্তর কর্মসূচী হাতে নেওয়া হবে। কুতুবদিয়ার সকল ছাত্রজনতাকে সকাল ৯:৩০টায় সিটিজেন পার্কে উপস্থিত থাকতে আহবান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *