মগনামা -কুতুবদিয়া ঘাট পারাপারে নতুন ভাড়া নির্ধারণ-স্পীড বোট-৮০ টাকা গাম বোট-৩০ টাকা

মতামত

মগনামা- কুতুবদিয়া ঘাট পারাপারে যৌক্তিক সংস্কারের দাবিতে  কক্সবাজারে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র জনতা। রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এর প্রেক্ষিতে জনতার সাথে জেলা প্রশাসকের প্রতিনিধির জরুরী বৈঠকে মগনামা -কুতুবদিয়া ঘাট পারাপারে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। অস্থায়ী ভিত্তিতে ডেনিস বোট/গাম বোট ভাড়া – ৩০টাকা স্পিড বোট ভাড়া – ৮০টাকা নির্ধারণ করা হয়, যা আগামী ১০দিন অর্থাৎ ১লা সেপ্টেম্বর ২০২৪ইং থেকে ১০ই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে কার্যকর থাকবে সিদ্ধান্ত হয়। এছাড়া ছাত্র জনতার অন্য দাবির নিম্নোক্ত সিদ্ধান্ত হয়।

১। ঘাটে টিকিট সিস্টেম চালু হবে

২। প্রতি ৩০ মিনিট পরপর বোট ছাড়বে। জ্বালানি দ্রব্যের হ্রাস-বৃদ্ধির সাথে সমন্বয় করতে হবে। গাম বোটে ৪০জন ও স্পিডবোটে ধারণক্ষমতার বেশী যাত্রী নেওয়া যাবে না।

৩। প্রতিদিন সকাল ৬:৩০ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত সার্বক্ষণিক বোট চালু রাখতে হবে প্রতিটি বোটে সবার জন্য লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রী রাখতে হবে।

৩। গাম বোট ভাড়া জনপ্রতি ২৫ টাকা এবং স্পীড বোট ভাড়া ৭০ টাকা করতে হবে ও প্রতি ৩০ মিনিট পরপর বোট অবশ্যই ছাড়তে হবে। জ্বালানি দ্রব্যের হ্রাস-বৃদ্ধির সাথে সমন্বয় করতে হবে। গাম বোটে ৪০জন ও স্পিডবোটে ধারণক্ষমতার বেশী যাত্রী নেওয়া যাবে না। প্রতিদিন সকাল ৬:৩০ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত সার্বক্ষণিক বোট চালু থাকবে।

৪। ডিসি জয়েন করার পরবর্তী ১সপ্তাহের মধে” কমিটি করে স্থায়ী ভাড়া নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *