রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার ও আরাকান আর্মির সঙ্গে আলোচনার আহ্বান

আন্তর্জাতিক কক্সবাজার ক্যাম্পাস গণমাধ্যম জাতীয় জীবনযাপন ধর্ম প্রধান খবর বাংলাদেশ বিশেষ প্রতিবেদন ব্যবসা ও বাণিজ্য রাজনীতি সারাদেশ

রোহিঙ্গা সংকট জটিল আকার ধারণ করেছে। তাদেরকে ফেরত পাঠাতে দেশটির সরকারের পাশাপাশি সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে বাংলাদেশ আলোচনা করবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইস্কাটনে রোহিঙ্গা সংকট নিয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই টেকসই সমাধান। তাদেরকে ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকা সবচেয়ে বড় ভুল। এ সময় বহুপাক্ষিক কূটনীতি ও দেশে গণতন্ত্র নিশ্চিতেরও আহবান জানান তিনি।

এ বিষয়ে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, মিয়ানমারে আন্ত:ধর্মীয় ও জাতীয় সংকট তৈরি হচ্ছে। ২০১৭ সালে ১৫০ জন করে ফেরত পাঠানোর একটি চুক্তি হয়। এটি হাস্যকর। এই চুক্তি অনুযায়ী কোনো নতুন শিশু জন্ম না নিলেও তাদের ফেরত পাঠাতে ৫০ বছর লাগবে। তাই এই চুক্তি রিভিউ করতে হবে।

জামায়াতের এসি হামিদুর রহমান আজাদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *