কুতুবদিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা আনিছ আটক

অপরাধ আইন ও আদালত উপজেলা চট্টগ্রাম বিভাগ রাজনীতি

কুতুবদিয়া প্রতিনিধি :

কুতুবদিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা আনিছ আলমকে আটক করেছে পুলিশ। সোমবার (২ডিসেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভযান চালিয়ে তাকে গ্রেফতার করে কুতুবদিয়া থানা পুলিশের একটি দল। আনিছ উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, আনিছ উত্তর ধুরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে ৪ই আগস্ট কুতুবদিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে হামলার সাথে সরাসরি জড়িত ছিল।

এলাকাবাসী জানান, আনিছ একজন চিহ্নিত সন্ত্রাসী এবং সে ইয়াবাসহ নানা অবৈধ ব্যবসার সাথে জড়িত। এলাকায় ভূমি দখলসহ নানা সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি আওয়ামী সরকারের সময়েও তার নামে কুতুবদিয়া থানায় একাধিক সন্ত্রাসী ও ভূমি দখলের মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্যাতিত ব্যক্তি জানিয়েছেন, ৫ আগস্টের পরে ও এখন অব্দি আনিছের নামে কুতুবদিয়া থানায়, নৌ-বাহিনীর ক্যাম্পে ও স্থানীয় ইউনিয়ন পরিষদে ভূমি দখলের  একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। যা তথ্য উপাত্তসহ সবকিছু ওইসব প্রতিষ্ঠানে রয়েছে।

আটকের আগ পর্যন্ত সে নানা কলাকৌশলে ও সন্ত্রাসী কায়দায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে গেছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তাকে গ্রেফতারের খবরে এলাকার সাধারণ মানুষ মধ্যে স্বস্তি ফিরেছে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি আনিছ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *