প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে জমকালো সংবর্ধনা দিয়েছে কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবির। আজ (১২মার্চ) কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ তানভীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজের সভাপতি আয়ুব আনসারী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, ছমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম নূরী বলেন, “দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ হওয়ার জন্যে এই দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।”
বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, “দেশের মূল-ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে ১৭ জন খেলোয়াড় এবং কোচদের জন্য ক্রেস্ট, ঈদের জন্য পাঞ্জাবিও উপহার দেয় উপজেলা ছাত্রশিবির।