উখিয়া কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ৩ জন নিহত

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার রাজনীতি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইবোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাসহ ৩ জন নিহত হয়েছে।

রোববার (০৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

ওসি আরিফ বলেন, আমরা এবিষয়ে এখনো কাজ করছি পরে বিস্তারিত জানাবো।

এ ঘটনায় নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। এরমধ্যে মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, নিহতদের আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

মোহাম্মদ আলী জানান, মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *