আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন এ উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান ।
নতুন উপদেষ্টাদের মধ্যে ড. ইউনূসের বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার রয়েছেন।
অন্য তিনজন হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।