মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি হ’ত্যা মা’মলায়, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে প্রধান আ’সামি করে মা’মলা করেছে নি’হতের পরিবার। রবিবার (১৮ আগস্ট) নিহত শফিউল আলমের বাবা কামাল পাশা বাদী হয়ে এই মা’মলা করেন। মা’মলার এজাহার সূত্রে জানা অন্য নামীয় আসামিরা হলো যথাক্রমে – জাহেদুল হক নাহিদ, হাবিব উল্লাহ হাবিব,আনসার উল্লাহ,তারেক জুয়েল, মুহাম্মদ ইমতিয়াজ, আবু সৈয়দ বাইট্টা, জাহাঙ্গীর, মুজাম্মেল হক, মুঃ কবির, মঈন উদ্দিন আরিফ, বাবর আজম, নজরুল ইসলাম, নাসির উদ্দিন, ওসমান গনি, আনোয়ার পাশা, দেলোয়ার হোসেন বাম্বু, কাওসার উদ্দিন রুকন, মোঃ বেলাল, দক্ককরি, শফিউল আলম, ডড্ডবুরি, মুঃ বেলাল, শফি উল্লাহ প্রকাশ ডড্ড ও আমান উল্লাহ। মা’ম’লার বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন গত ৫ আগস্ট প্রতিপক্ষের হা’ম’লার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া শফির বাবা গত রাতে মহেশখালী থানায় একটি মা’ম’লা করেছেন।
মামলার এজেহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনে বিজয় উদযাপন শেষে রাত ১১:৩০ টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এর বানিয়ার দোকানে প্রধান সড়কে অভিযোগে উল্লেখিত আসামিরা পরস্পর যুগসাজশে বিএনপি নেতা শফির উপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আসামিরা আওয়ামী মদদপুষ্ট বলে এজেহারে উল্লেখ করা হয়।
উল্লেখ্য মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট মৃত্যূবরন করেন।