এস আলমের গাড়ি কাণ্ড : সালাহউদ্দিন আহমেদের দুঃখপ্রকাশ

কক্সবাজার জাতীয় রাজনীতি

 

এস আলমের গাড়ি ব্যবহার করে দুঃখ প্রকাশ করেছেন সালাহ উদ্দিন আহমেদ। সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এলাকার আমার অসাবধানতার জন্য ও অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনা অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোনো গাড়িতে করে যাবো, সেটা তো আমি ঠিক করতে পারি নাই। যারা সংবর্ধনা আয়োজন করেছিল চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে-এই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেওয়ার চিন্তা-ভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা-বাবার কবর জিয়ারত করব।

বিএনপির এই নেতা বলেন, আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি- এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক এই মন্ত্রী বলেন, পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোটভাইয়ের। যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন। এই জন্য তাকে গাড়ি চলাচলের জন্য দিয়েছে। ছোট ভাই গাড়িতে করে এলাকায় গিয়েছিলা। সেটা এস আলমের গাড়ি আমি জানতাম না।

আমি যদি অনিচ্ছায়কৃতভাবে দেশবাসী ও কারো মনে কোনো কষ্ট দিয়ে তার জন্য দুঃখ প্রকাশ করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *