জেলা মডেল মসজিদ উদ্বোধন করতে কক্সবাজার আসছেন ধর্ম উপদেষ্টা

কক্সবাজার ধর্ম
ছবি : ডিএনএন

কয়েক দফা পেছানোর পর অবশেষে উদ্বোধন হচ্ছে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের। এর আগে ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দুই দফা উদ্বোধন করার কথা থাকলেও নানা কারণে উদ্বোধন করা যায়নি।

তবে সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। আগামী বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা কক্সবাজার সফর করবেন। শুক্রবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।

ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমেদ প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৪ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সংবলিত এই মসজিদ নির্মানে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। মসজিদটিতে একসঙ্গে ১২শ মুসল্লী নামাজ আদায় করতে পারবে। মসজিদের নীচতলায় থাকছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *