প্রথম ঘণ্টায় উইকেট না হারানো বাংলাদেশ পানি পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি। দেখতে দেখতে ৪ উইকেটে ১৯৪ থেকে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন নাজমুল। এই রান তিনি করেছেন ১২৭ বলে। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে আলোচনা ছিল একটাই—হারের ব্যবধান কতটা কমাতে পারবে বাংলাদেশ। চতুর্থ দিন সকালের প্রথম ঘণ্টায় সাকিব আল হাসান আর নাজমুল হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, কিছুটা হলেও লড়াই করবে বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য ২৮০ রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে নাজমুল হোসেনদের।
ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। জাদেজা নিয়েছেন ৩ উইকেট, বুমরা একটি।
৫১৫ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।
চেন্নাই টেস্ট- প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়-১৪৯ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস
আকাশ দ্বীপের পরপর দুই বলে জাকির ও মুমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে্বাই পড়ল বাংলাদেশ।
বাংলাদেশ-১ম ইনিংস- সাদমান-জাকিরের নড়বড়ে শুরু। সাদমানকে ফেরালেন বুমরাহ। বাংলাদেশ ১উইকেটে ২ রান।
৩৭৬ রানে অলআউট ভারত, হাসানের ৫ উইকেট
তাসকিনেরে আগুনে বোলিংএ দ্রুত অলআউট হয়েছে ইন্ডিয়া। তাসকিন ৩ উইকেট। গতকাল প্রথম দিনে সকালের সেশনে হাসানও ৩ উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে হাসানের পকেটে ৫ উইকেট।
শেষ পর্যন্ত ! রবিচন্দ্রন অশ্বিন এর উইকেটটি পড়ল আর ভারত অলআউট হল। তাঁর ১১৩ রানের ইনিংসটির উপর ভর করে ভারত করল ৩৭৬। ২ ছক্কা ও ১১ চারে ১৩৩ বলে ইনিংসটি সাজিয়েছেন অশ্বিন।
চেন্নাই টেস্ট-দ্বিতীয় দিন
প্রথম দিন শেষে বাংলাদেশ-ভারত সমানে সমান বাংলাদেশের ৬ উইকেট, ভারতের রান ৩৩৯
শেষ সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রানে। দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে ১৯৫ রান। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি করে অশ্বিন অপরাজিত ১০১ রানে, সঙ্গী রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ৮৩ রানে। ভারত করেছে ৬ উইকেটে ৩৩৫ রান।
দ্বিতীয় সেশনে আরো ৩ উইকেট বাংলাদেশের, হাসানের ৪।
চা বিরতির আগে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬। ২৫ ওভারের খেলা হয়েছে।
আর কোন উইকেট না হারিয়ে বিরতিতে ভারত।
প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে ভারত। ক্রিজে অপরাজিত যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্ত। চতুর্থ উইকেটে দুজন অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েছেন।
আগুন ঝরাচ্ছে হাসান মাহমুদ। ৬ রানে ৩ উইকেট
ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা নিয়ে গুঞ্জন আছে। সেই গুঞ্জনকে সত্যে পরিণত করলেন হাসান মাহমুদ। ১০ম ওভারে তাঁর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি।
ভারত প্রথম ইনিংস: ১০ ওভারে ৩ উইকেটে ৩৪ রান।
বাংলাদেশের একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
চেন্নাই টেষ্ট-১ম দিন
টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জিতে বলেছেন, তিনি কন্ডিশন কাজে লাগাতে চান এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান।