রাওয়ালপিন্ডি টেস্ট- পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়

ক্রিকেট খেলার খবর লাইভ সংবাদ

বাংলাদেশের ক্রিকেট লিখল নতুন ইতিহাস- ১০ উইকেটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে মাত্র ৬.৩ ওভারে জয় তোলে নিয়েছে বাংলাদেশ।জাকির হাসান করেছে অপরাজিত ১৫ রান এবং সাদমান করেছে অপরাজিত ৯ রান। টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়।এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র করেছিল বাংলাদেশ।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, পাকিস্তানের বিপক্ষে প্রথম,সব মিলিয়ে ২০তম।

 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান : ৪৪৮/৬ ডি. ও ১৪৬ (রিজওয়ান ৫১, শফিক ৩৭, বাবর ২২, মাসুদ ১৪; মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)।

বাংলাদেশ: ৫৬৫ ও ৩০/০ (জাকির ১৫*, সাদমান ৯*)।

ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে এগিয়ে।

মিরাজের ৪ উইকেট- ১৪৬ রানে অলআউট পাকিস্তান- জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩০ রান

এলবিডব্লুর ফাঁদে ফেলে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আলীকে ফিরিয়েছেন মিরাজ। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামল ১৪৬ রানে। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩০ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মিরাজ।

বাংলাদেশের সংগ্রহ ৫৬৫ রান- লিড ১১৭ রান

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৫৬৫ রান তুলেছে বাংলাদেশ। যা পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১১৭ রান বেশি। আজ ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশকে লিডের দিকে নিয়ে গেছে মুশফিকুর রহিম–মেহেদী হাসান মিরাজের জুটি। সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়ার পথে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন মুশফিক, যদিও ১৯১ রানে থামতে হয়েছে তাঁকে। মিরাজের সম্ভাবনা ছিল সেঞ্চুরির, তিনি থেমেছেন ৭৭ রানে। শেষ দিকে শরীফুল ইসলাম ১৪ বলে ২২ রানের ইনিংস খেললে বাংলাদেশের সংগ্রহ সাড়ে পাঁচ শ পার হয়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাসিম শাহ। আর ২টি করে উইকেট শাহিন আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলীর।

প্রথম ইনিংসে লিড নিল বাংলাদেশ

দ্বিতীয় সেশনে (১৩৭তম ওভার) লিড নিল বাংলাদেশ। ১৩৭ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৫০ রান। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। অর্থাৎ, নিজেদের প্রথম ইনিংসে ২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

৪৪৮ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের

৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান। তবে তাঁর ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশকে ব্যাটিং করাতে চান তিনি। রিজওয়ান অপরাজিত থাকলেন ২৩৯ বলে ১৭১ রানে। ১১টি চারের সঙ্গে এ উইকেটকিপার-ব্যাটসম্যান মেরেছেন ৩টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ দুই সেশনেরও বেশি সময় বোলিং করে ২টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *