জাকিরের বিদায়-অবশেষে আক্রমনাত্বক মেজাজে কেলতে থাকা জাকির হাসানকে ফিরিয়েছে পাকিস্তান। দলীয় ৫৮ রানে আমির হামজার বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৬ বলে ৪০ রান করেন জাকির।
সেপ্টেম্বর ৩, মঙ্গলবার, ২য় টেষ্টের শেষ দিন- ইতিহাস গড়ার লক্ষ্যে শেষদিনের ব্যাটিং এ বাংলাদেশ-দরকার আর ১২৭ রান
বৃষ্টি নামার সম্ভাবনা।-আলোর স্বল্পতায় খেলা বন্ধ-বাংলাদেশের দরকার আর ১৪৩ রান
রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ, জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা।
চা বিরতি-বিনা উইকেটে ৩৭ রান, দরকার আর ১৪৮ রান।
দ্বিতীয় ইনিংস বাংলাদেশ:
রান তাড়ায় বাংলাদেশের আত্মবিশ্বাসী শুরু জাকির-সাদমানের। প্রথম ৬ ওভারে ৩৭ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে ১ ছয় ও ২ চারে জাকির নিয়েছেন ২১ বলে ২৭ রান। রান ১৫ বলে ৮।
হাসানের পঞ্চম উইকেটেই থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকেরা ৪৬.৪ ওভার ব্যাট করে তুলেছে ১৭২ রান। প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ১৮৪ রানের। অর্থ্যাৎ, ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান।
২ উইকেটে ৯ রান দিন শুরু করা পাকিস্তান আজ বাকি আট উইকেটে যোগ করেছে ১৬৩ রান। অপরাজিত থাকা আগা সালমানের ৪৭ রানই সর্বোচ্চ, মোহাম্মদ রিজওয়ান করেছেন ৪৩। বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান, নাহিদ রানার শিকার ৪৪ রানে ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদের।
প্রথম ইনিংসে পাকিস্তানের লিড ১২ রানের। লিটন-মিরাজে বাংলাদেশ থেমেছে ২৬২ রানে।
প্রথম ইনিংসে পাকিস্তান থামল ২৭৪ রানে, মিরাজের পাঁচ উইকেট
দ্বিতীয় দিন: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিন সকালে বৃষ্টি নেই। আকাশে দেখা মিলেছে সূর্যের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে।
প্রথম দিন পরিত্যক্ত
টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।