কক্সবাজারের উখিয়ায় এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কক্সবাজার জেলা সভাপতি মূসা বিপ্লব। তিনি মোটর সাইকেল আরোহী ছিলেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামুর খুনিয়া পালং এর রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
তিনি বর্তমানে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, কক্সবাজার থেকে মূসা বিপ্লব মোটরসাইকেল যোগে দলীয় কার্যক্রমের উদ্দেশ্যে উখিয়ায় যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় দূর্ঘটনার শিকার হন তিনি।