কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাইজপাড়া ও জালালাবাদের বটতলী পাড়ার মাঝামাঝি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদগাঁও-চৌফলদণ্ডী সড়কের রেলক্রসিং অতিক্রমকালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারগামী একটি ট্রেন ঈদগাঁওর রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলে চড়ে কক্সবাজারগামী ওই ব্যক্তি ক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় নিহত হন।
প্রাথমিকভাবে নিহত মোটরসাইকেল আরোহী চকরিয়ার ১০ নং চিরিংগা ইউনিয়নের ৫নং ওয়ানডের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেইটম্যান ঘুমন্ত অবস্থায় ছিলেন। ট্রেন আসার সময়ও তিনি কোনো সতর্ক সংকেত বা প্রতিবন্ধক ব্যবস্থা নেননি। দুর্ঘটনার পরপরই তিনি পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।
তাদের মতে, সময়মতো গেইটম্যান বাঁশ ফেলে সিগনাল দিলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।