নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে নালায় পড়া শিশুর মরদেহ দেহ উদ্ধার

চট্টগ্রাম বিভাগ পর্যটন ভ্রমণ
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে । শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রাম শহরের নবাব হোটেল সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। প্রবল বর্ষণে তলিয়ে যাওয়া সড়কে একটি ব্যাটারিচালিত রিকশা উল্টে নিকটবর্তী হিজলা খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় রিকশায় থাকা ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়। দীর্ঘ ১৪ ঘণ্টা পর, আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ শিশুটি তার মা ও দাদির সঙ্গে বেড়াতে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রিকশা চালককে উদ্ধার করতে সক্ষম হন। তবে শিশুটির মা ও দাদি পানির স্রোতে ভেসে যান। পরবর্তীতে তারা একটি ব্রিজের নিচে পাইপে আটকে পড়লে, ব্রিজের স্ল্যাব সরিয়ে তাদের উদ্ধার করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, শিশু সেহরিস তখন থেকেই নিখোঁজ ছিল।

ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার, পুলিশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। রাতভর ডুবুরি দল সন্ধান চালিয়েও শিশুটির কোনো খোঁজ দিতে পারেনি। আজ ভোরে নতুন উদ্যমে উদ্ধার অভিযান শুরু হলে অবশেষে শিশুটির নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *