চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার জোর দাবী

উপজেলা কক্সবাজার জাতীয় পর্যটন ভ্রমণ
ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার জন্য জোর দাবী জানিয়েছেন কক্সবাজারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুক্রবার (১৮ এপ্রিল) কক্সবাজার বিমান বন্দরে মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেনকে স্বাগত জানাতে এবং তাঁর সফর শেষে বিদায় জানাতে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মু. সালাহ উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও মাননীয় উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমদ, মাননীয় পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহীন, রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দ।

বিমানবন্দরে উপস্থিত নেতৃবৃন্দ মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টার সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বর্তমান অবস্থা এবং এটিকে ছয় লেনে উন্নীত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, এই মহাসড়কটি কক্সবাজারের পর্যটন শিল্পের লাইফলাইন। প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এবং স্থানীয় জনগণ এই সড়ক ব্যবহার করেন। সড়কের বর্তমান দুই লেনের কারণে প্রায়শই যানজট সৃষ্টি হয়, যা একদিকে যেমন ভোগান্তির কারণ হয়, তেমনি অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডকেও ব্যাহত করে।

আলোচনাকালে মাননীয় উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন নেতৃবৃন্দকে জানান যে, তিনি ইতিমধ্যেই সড়ক ও সেতু উপদেষ্টা জনাব ফাওজুল কবিরের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এই সড়ক নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। উপদেষ্টা মহোদয় উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, তিনি শীঘ্রই এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করবেন।

কক্সবাজারের সর্বস্তরের জনগণ এবং ব্যবসায়িক মহল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন। তাঁরা মনে করেন, এই মহাসড়কের উন্নয়ন কক্সবাজারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *