মহেশখালী উপজেলা নেতা দিদারুল আলম বাদশাকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। ২ ডিসেম্বর রাতে বড়মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে দিদারুল আলম বাদশাকে গ্রেফতার করে। তিনি উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ,ফকিরাঘোনা এলাকার মৃত সোয়েব উদ্দিন প্রকাশ সাহাব উদ্দিনের পুত্র।
মহেশখালী থানার এসআই আল আমিন ও এসআই মোশাররফ সহ সঙ্গীয়ফোর্স ২ ডিসেম্বর রাতে বড়মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। মহেশখালী থানার সুত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও আদালত অবমাননা সহ বিভিন্ন অভিযোগ।