প্রতিপক্ষের হামলায় আহত মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফি মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে ৫ আগস্ট গোরকঘাটা থেকে নিজ বাড়িতে ফেরার সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম রেফার করা হয়। সূত্রে জানা গেছে, বিএনপি নেতা শফির কিডনি ফেইলর হয়ে যাওয়ায় ডায়লাইসিস চলছিল।