আরাকান আর্মির হাতে ফের বাংলাদেশি ২ জেলে অপহরণ

আন্তর্জাতিক উপজেলা কক্সবাজার
প্রতীকী ছবি

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে দুই জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

অপহৃত জেলেরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালি গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) এবং একই এলাকার রশিদ আহমেদের ছেলে আবুল কালাম (৪০)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, আজ বেলা ১১টার দিকে হোয়াইক্যং সীমান্ত এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা ওই দুই জেলেকে ধরে নিয়ে যায়। তবে ঠিক কোন সীমান্ত পয়েন্ট থেকে তাদের আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বালুখালি গ্রামের জেলে আলী হোসেন বলেন, আরাকান আর্মির সদস্যরা প্রায়শই নাফ নদীতে অবস্থান নেয় এবং সুযোগ পেলেই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ তাদের গ্রামের দুই জন জেলে মাছ ধরার সময় অপহৃত হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, তিনি হোয়াইক্যং এলাকায় দুই জেলেকে আরাকান আর্মি কর্তৃক আটকের খবর শুনেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ তাদের কাছে কোনো অভিযোগ জানায়নি।

স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা নাফ নদী ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অপহৃত জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *